অন্তহীন একাকী
___ শান্ত চৌধুরী
আবার ! হাঁটি একা একা
কে যেন পিছু নিতে চায়।
পথ হাঁটার শব্দ .......
কোন কিছুই নেই
আমি শুধু আমি।
মিশে গেছি আমি
পাখিদের ঝাঁকে।
কিছুই আমি
বুঝে উঠতে পারিনা।
সবুজ বৃক্ষের শাড়ির মাঝে
উচু পাহাড়ের মত দাঁড়িয়ে
তাল গাছ।
আকাশ ছুঁতে চায়।
কিসের যেন একটা
মৃদ গন্ধ ভেসে আসে।
নাক বুজে যেতে চায়
তখন ও আমি।
পাখির কিচির মিচির
থেমে নেই
অন্তহীন একঝাঁক পাখি
শুধু ডেকে যায় ....
আবার ............ ?
হঠাৎ পথ চলা থেমে যায়।
কোথা থেকে যেন কি একটা
আওয়াজ ভেসে আসে কানে
কেউ কাঁদছে ! মনে হয় ?
চার পাশে চোখ বুলাই
কোথাও নেই - কারো চিহ্ন।
স্পষ্ট কানে বাজে ......
একটা বেদনার সুর।
থমকে যাওয়া পথে .....
আবার নিরবে হেঁটে চলি।
নিজেরই অজান্তে।
ধূ - ধূ বালুকাবেলায়।
হিমায়িত একটা হাওয়া
আমাকে শিহরীত করে।
তুলে নিতে চায় ......
তর্জনে- গর্জনে।
পথিকের পথ চলা
থেমে থাকেনা ! আমি।
অদৃশ্য কি যেন ছুটে যায়
আমার চার পাশে।
অন্ধকারের মতো ঘিরে
ধরে আমাকে।
বলতে চায় যেন
চল আমার সাথে।