নিঃসঙ্গ সন্ধ্যা
_____ শান্ত চৌধুরী
এক সন্ধ্যা তুমুল ঝড় বৃষ্টি না-মলো, অন্ধকারে আচ্ছন্ন চারপাশ, বিজলীর দ্যুতি আর গগন কম্পিত বজ্র কেঁপে উঠে ভুবন।
বারান্দায় বসে ছিলাম একা নিঃসঙ্গ অবহেলায়, দু’একটি জোনাকি আমার সঙ্গী হয়, হয়তো প্রাণের মায়ায় দ্রুত জানালায় উঁকি দিয়ে ঘরে ঢুকে যায়।
প্রকৃতির রূপ মাঝে মাঝে আমাকে ভাবায়,কি শুভ্র রোদেলা বিকেল আকাশের কত রঙ,পাড়া মহল্লার ছেলে,যুবক হুল্লোড় যেন মিছিল!
রঙীন ঘুড়ির নাটাই ছেড়ে মুহূর্তেই ফিরে।
বিকট শব্দে কম্পিত হয় ধরা, জানালায় এসে জাপটে পরে ঝড় বৃষ্টি।আমার সঙ্গী হয় অবলীলায়,হাত বাড়িয়ে ছুঁয়ে দেই,কোমল ছোঁয়ায় হারিয়ে যাই শীতল পরশে। অনুভব করি অন্য এক আমি, বিস্তর ভুলে ডুবে থাকা অন্ধকারের শ্রব্যকাব্য।অথচ প্রতিটি বৃষ্টি স্নাত সন্ধ্যায় নিঃসঙ্গ কলে এক অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে যায়।প্রাণপণ জীবনের মায়ায় ছুটে আসে দোয়েল, ঝড় বৃষ্টি নি:স্ব করে দেয় প্রাণী কুল অথবা কিছু প্রাণে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।অবিরত কালের প্রবাহে চলে প্রকৃতির রূপ বদল।