ধূ ধূ ..... বালুচর
নীল - নীল আকাশ।
শ্বা-শ্বা-বাতাসের (গর্জন)
দুলখায় বৃক্ষ রাজি।
ছোট বড় হরেক রঙ
আকাশ টা যেন,সেজেছে ! অপূর্ব।
কাকাতুয়ার কন্ঠে, বাজে গান
সুরেলা সে সুরে.. মিশে
নয়নাভীরাম । নীল প্রজাপতি।
সাদা - মেঘ
ভাসে নীল আকাশে।
অপূর্ব এক অনুভূতি।
কাবু করে দেয়
নিজেরী ভেতরে।
হালকা একটা হাওয়া
বুকে এসে বাদে।
তখনও নীরবে......?
অসয্য সে মায়াবীঃ
মায়া - তিলে তিলে
ক্ষুরে খায়, নিরবে।আমাকে।
মৃদু কাদে আকাশটা
বিশাল মরুময়।
ধূ ... ধূ বালুচর শুকিয়ে
কাঠ-শূন্য, (অভিপ্রায়)।
ভেসে আশা সোনালী রোদে
হাসে বৃষ্টির জল।
আবার ধূ .... ধূ বালুকাময়।
নীল, আকাশ - নীল।
নীল প্রজাপতি.....
উড়ে চলে, ফুল ছুঁয়ে ছুঁয়ে।
স্বপ্নের মাঝে ঝেকে বসে,
সাত - আসমান নিমিসেই
মিলিয়ে যাবে.....
নীল প্রজাপতির মাঝে।
ডালে ডালে, ফুলে ফুলে,
নীরবে - আনমনে।
উড়ে চলেছে ।আবার ?
আকাশের সব নীল ....
প্রজাপতির মাঝে
নিমিসেই মিলিয়ে।
আকাশ আবার কাদে
শুধু - অশ্রু জলে
চার পাশ ভাসে।
তখনও নীল প্রজাপতির
মতো - আমি পাশে।