সিঁড়ির সুপ্ত পিচ্ছিল আবরন
বারবার পা পিছলে !!

মুগতুলিতে উঠতেই হবে ।।

ক্রমাগত রঙঢঙে,
থেমে নেই জীবনের চাকা !!

উৎকর্ষ- উর্বরতা ফিকে হয়ে ।।



বল শক্তিহীন শূন্য দেহ !!

নিরন্তর প্রচেষ্টায় আবিষ্কার করি,
জলরঙের সিঁড়ি ।।


মুছে ফেলে আবরন ( বাধা )

উপরে ক্রমাগত বেয়ে উঠা !!

বিজয় কেতন উড়িয়ে ।।


উল্লাসে - উচ্ছ্বাস বিজয়ী
জলরঙের সিঁড়ি ।।

অবিরাম কালের সাক্ষী।।