আজ মহা-সংশয়
সুনীল আকাশ
উন্মক্ত দ্বার
কিছুই আমার নেই!
যা কিছু ছিলো
মহাজন বিক্রি
করে দিয়েছে!
আমিও বিক্রি
হয়ে গেছি
শূণ্যের পথে!
দু'পাঁ ছুটে
যতদূর দু'চোখের
দৃষ্টি অপলক!
অবরূদ্ধ পাহাড়
অবরুদ্ধ জবান
যাযাবর দু্'চোখ
দূরের পথে হাঁটে!
বিক্ষোভ করে মন
নির্বাসন আর
একগুচ্ছ অন্ধকার।