আমরা হব স্বাধীন জাতী
উড়বে পতাকা পত-পত ।
স্বাধীন স্বদেশ ।
ইচছা - ঐক্য - একতা
মড়মড় করে দেয় ।
সব বাধা ব্যবধান ।
সানিত হয় নব রণাঙ্গন
পুঠিত হয় শর্শান ।
গর্জে উঠে দামাল ।
কত শত নর নারী
রক্তের স্রোতে করে স্নান ।
করীছে মুগ্ধ বহমান ।
পূজারী পেলে পূজা
নিলো তুলে হাতিয়ার ।
সাবধান তোরা সাবধান ।
বুকে বিদিল বুলেট
ফিরিলোনা পিছু ।
আসিছে মৃত্যু তবুও ।
কতক প্রানের ব্যথা জাগে
স্বদেশ হবে মুক্ত ।
দেখিবেনা তাদের প্রিয় চেনা ।
আবির রঙ্গে সাজিয়ে আকাশ
মমতা মেখে গায় ।
তবু যেন কিছু নিতে চায় ।
সবুজের গালিছায় জুড়ে বুক
লাল রক্তীম সূর্য ও ।
চির সবুজ ।
প্রান্তর মরুভুমির মতো
ঘুমিয়ে রয়েছো কত ।
লক্ষ - নর নারী ।
তাদের আবদান নীরবে
সোধরানো, যাবেনা কখনও ।
ভূলবোনা তাদের - অমৃত্যু ।
কতক প্রান নাছে - উল্লাসে
কতক প্রান কাদে বেদনায় ।
কোথাও - কোথাও ।
১৬ ই ডিসেম্বর স্বাধীন স্বদেশ ।।
পূর্ব দীগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল রক্ত লাল ।
অহমিকা কাল । বহমান ।
স্বাধীন মোরা দলে দলে
পাখিদের মতো মুক্ত ।
অলিতে - গলিতে সহস্র শতশত।