জিওগ্রাফি
___________

জীবন এক সাংকেতিক মানচিত্র ।
পর্যটন শেষে
আমরা সেই মানচিত্র খুলে বসি ।

উদ্দীপিত হয়ে ওঠে  অজস্র রাজ্যপাট  !

উত্তর ও দক্ষিণ গোলার্ধে কিছু মানুষ
দাঁড়িয়েই থাকে

খোকা ঘুমালে আমরা ঢুকে পড়ি
আরও এক জিওগ্রাফিতে !






শোকগান
----------------------
রোদ
এ শহর কাঁদছে তোমার জন্য

আমাদের সমবেত কন্ঠে
সঞ্চারী
তুমি এক শোকগান

Learning to love myself
ফাঁকি দিয়ে লিখে গেছ দেওয়ালে
পারিজাত !





ভালোবাসি
--------------------
সুন্দর যুবতী লাগিয়ে রেখেছে গাছ,
ঝুলে আছে রাস্তায় কলি।
যতবার যাই–
আমি তাকে ছুঁয়ে 'ভালোবাসি' বলি ।





আ মা র  অ নু ষ্কা
---------------------------
অনুষ্কা আমায় ঘুম পাড়িয়ে দেয়
ঘুম থেকে উঠলেই শোনায়
জাদুর সেতার

আমার সাইকেল
অনুষ্কা চালায় বিকেলে
গ্রাম পথগুলো আকাশের দিকে উড়ে যায়

আঙুলে তোমার এ কোন হিপনোটিজম
আমার অনুষ্কা শংকর !





          তুমি এক ইটভাটা
         -----------------
                   পোড়া
                     ইট
                    গেঁথে
                    গেঁথে  
                 আমি এখন
              আকাশে উঠাই  
             কবিতার মিনার।
            
           তুমি   এক   ইটভাটা
   পুড়িয়ে গেছ আমার বুক এবং পিঠ





বর্ষাকথা
-----------------
বর্ষার কথা এলে
একটা চকচকে যুবক
চোখের সামনে ভেসে যায়....

বর্ষা এলেই
জানালা বন্ধ করে
          কিশোরী মেয়েটি
                           চলে যায় !



নিউমোনিয়া
--------------------
সেই যে বৃষ্টির জলে
তোমাকে দেখতে দেখতে নিউমোনিয়া হল

বর্ষা মৌসুমে
এখনো শ্বাসকষ্ট হয়
বুকে ঘড়ঘড় শব্দ হয়।




মূল্যস্ফীতির ডায়াবেটিস
-----------------------------
বাজারে গেলে বড় মাছগুলোকে ইদানিং
খুব বেশি বড়ো মনে হয়,
মাংসের দোকানে বসে থাকা কসাই
চাপাতি হাতে যেন এক গাব্বার সিং !

মুদিদোকানে সবচেয়ে আকর্ষণীয় লাগে
সয়াবিন তেলের সুদৃশ্য বোতল,
চিনির প্যাকেট মিষ্টি লাগে অধিকতর...

নিজেকে বলি বিড়বিড় করে–
আমাকেও কি তবে  ধরলো শালার
মূল্যস্ফীতির ডায়াবেটিসে !





ফুল-বাঘ বন্ধুরা
---------------------
ফুলের মতো যে বন্ধুটি
তার শরীরেও কাঁটা থাকে দুটি–
এ ফুল তুমি ছিড়ে ফেলো না।


কিন্তু, যে বন্ধুটি
আঙুলে লুকিয়ে রাখে বাঘ ও বড়শি,
তার  থেকে দূরে
তুমি দাঁড়িয়ে থেকো পড়শী।




মা
-------------------
মাটিতে রাখি ভাতের থালাটি
কিছুটা দূরে দাঁড়িয়ে ডাইনিং টেবিল–
চোখ পিটপিট করে, হাসে পিকপিক করে !

ডাইনিং টেবিলের বিদ্রুপ
উপহাস আমি গায়ে মাখি না।

যত মাটির কাছে যাই, উঠোনে যাই
মা কাছে এসে বসেন
মৃৎপাত্র থেকে আমার থালায়
যত্নের ডালভাত তুলে দেন !