কত আশা করে আমি
করলাম বি.এ পাস
বসে বসে এখন শুধু
কাটি ঘোড়ার ঘাস !
চাকরি পেতে টাকা লাগে
থাকতে হয় মামা
ওসব আমি কোথায় পাব
গায়ে ছেঁড়া জামা!
মাঝে মাঝে মনের জ্বালায়
টানি 'মালেক' বিড়ি
বাবা বলেন- ওসব ছেড়ে
করেক কুলিগিরি !
আমি বলি- এসব কথা
বলিও না আর
চোখে আমার জল এসে যায়
হৃদয় হয় ভার।
দেখে নিও করব শোধ
আছে যত ঋণ
বিএ পাস ছেলে আমি
সামনে শুভ দিন !
--------------------------------------------
নোট: বি.এ.পাস করার পর এই ছড়াটা লিখেছিলাম ।