তুমি যদি করতে পারো
মনের বয়স বারো,
এখনো তুমি হলুদ ফুলে
লুকিয়ে পড়তে পারো।
হতে পারো ছোট্ট পাখি
প্রজাপতি ফড়িং,
রুটিন বাসে চলছো তুমি
হচ্ছো না কি বোরিং?
দেখতে পারো নিজের ছায়া
নদীর কাছে এসে,
এখনো তুমি হারাতে পারো
চন্দ্রগোঁদার দেশে।
যদি তুমি করতে পারো
মনের বয়স বারো,
এখনো তুমি খোকা-খুকি
হতে কিন্তু পারো !
০২.০১.২২ খ্রি.