ভালোবাসার মানুষ নাইরে
জামাল উদ্দিন জীবন
ভালোবাসার মানুষ নাইরে
ওরে ভুল বুঝার মানুষ বেশি ২য়
তোমায় বন্ধু ভালোবেসে
হলেম মিছে দোষের দোষী ২য়
প্রাণ বন্ধুরে আপন জানিয়া
সকল দিয়াছি বিশ্বাস করিয়া ২য়
আমার হৃদয় মাঝে ব্যথা দিয়া
পাষাণী বাসর গড়ে হও বড় খুশি ২য়
থাক তুমি মহা সুখে অন্যের বাসরে
চিতার অনল জলে এই মন মাঝাড়ে ২য়
সোনা দেহ ছাই ভালোবেসে তরে
ছাই চাপা আগুন দিবা নিশি অন্তরে ২য়
বুকের মাঝে নামটি লেখা যতনে
ছিলে আপন জন সুন্দর এই ভুবনে ২য়
সুখের আসায় থাক দুঃখের সাগরে
জীবন বলে বিধির বিচার ধীরে ধীরে ২য়