তুমি আমার কে
জামাল উদ্দিন জীবন
তুমি আমার কে জানো?
আমার দু আঁখিতে স্বপ্ন
বুকেতে ভীরু ভীরু কাঁপন
হৃদয় মাঝে সুখের শিহরণ।
অন্তর আত্মায় বাঁচার স্পন্দন
শিরা উপশিরায় প্রবাহ স্রোত
জীবন চলার গতি শরীরে শক্তি
পরাণে উচ্ছ্বাসে উঠেছে ঢেউ।
না ..না..জানে নাতো কেউ
শিশির ভেজা প্রভাতে সজীবতা
রাঙা আলোর উদীয়মান রশ্মি
বিকশিত করো হৃদয় মনকে।
চৈত্রের দুপুরে শীতল পরশ
সারা অঙ্গে মেখে ঘুরতাম
তপ্ত দেহ খান জুড়াইতাম
নদী,বন,পাহাড়,সাগর ঘুরে।
পুষ্প রা জিতে পাখির কলতান
প্রাণের টানে মনের সুখে শুনতে
প্রেম গীত বহু দুরে ভেসে যায়
পিয়াসী সে কি কর্ণকুহরে পৌঁছায়।
প্রেম জোয়ারে বাঁধা প্রমোদ তরী
বসে আছি তোমার অপেক্ষায়
তোমার মনে মিলবে কি একটু ঠাই?
প্রেমের উদ্যানে মিলনের বাসর সাঁ জাই।