তোর ঘুম ভাঙবে কবেরে
জামাল উদ্দিন জীবন
আরে তোর ঘুম ভাঙবে কবেরে
তুমি আঁখি মেলে একবার দেখ
অমূল্য ধন হেলায় হারালি কবে
আয়ু বেলা কখন ফুরাইল ভবে
মিছে মায়ায় সাধের সংসার করি
দুনিয়ায় চলবে না কোন বাহা দুরি
থাকবে না কেউ গড়ে জমি দাড়ি
মানুষ যেতে হবে মাওলার বাড়ি
মানিক হাওয়া দমে আসে যায়
পলকে কেউ নারে দেখতে পায়
দমের পাখি কান্দে বসে নীরলায়
দেহ ঘরে বন্দি পাখি মুক্তির আসায়
কোথা হতে আসিয়া করি কি কর্ম
মানব জনম বৃথা গেল বুঝি না মর্ম
কবি জীবন বলে কোথায় যাবে চলে
না বুঝিয়া জগতের মেলা জীবন অন্ধ
রচনা কাল : ১৭/০১/২০২৩