গীতি কবিতা  ০৮ ০ তোমার নাম ভরসা আমার
- জামাল উদ্দিন জীবন

তোমার নাম ভরসা হয় আমার ওগো এলাহি
তুমি ভবের সাগর আমায় কইরা নিয়ো পার ২য়
এসে এই রঙ্গ খানায় ডুবে আছি ভবের মায়ায়
হেলায় খেলায় দিন যে বয়ে জায় আমার…….. ২য়

অবেলাতে ধরলাম পাড়ি পাড় করে দাও তাড়া তাড়ি
আমার আয়ু বেলা…….ফুরাইয়া যায় সময় বেশি নাই ২য়
তোমার নাম ভরসা হয় আমার ওগো এলাহি
তুমি ভবের সাগর আমায় কইরা নিয়ো পার ২য়

নূর মোহাম্মদ কামলি ওয়ালা ঐ নামাতে গলায় মালা
নামের প্রেম সুধা করিলে পান তার দোজখ হারাম ২য়
আল কোরানে ঘোষণা দেয় আপে মালিক সাই ওরে ভাই

তোমার নাম ভরসা হয় আমার ওগো এলাহি ভবের সাগর ২য়

কবি জীবনের রয় এই মিনতি দাও মোরে জ্ঞান সুমতি
তুমি বিনে নিদান কালে বান্ধব নাই আমার ওগো এলাহি ২য়
তোমার নাম ভরসা হয় আমার ওগো এলাহি
তুমি ভবের সাগর আমায় কইরা নিয়ো পার ২য়

গীতি কার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কালা ৩০।০৫।২০২১ সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট।