তীব্র শীতে ০১
জামাল উদ্দিন জীবন
ঠক ঠক কাঁপছে আজ চারি ধার
নেই পাশে কেউ নেই আজ আমার
মোর গায়ের বসন খানি ছিঁড়িয়া গেছে
কবে বাজান মোরে পিরান খানা দিছে।
সে দিনটির কথা আমার মনে পড়ে না
দুটি আঁখিতে ছিল আনন্দের জোয়ার
হৃদয়ে আনন্দ মনে ছিল অতৃপ্ত বাসনা
তাহার জন্য মোর মন কেঁদে বেড়ায়।
সে কি কোন দিন আমায় বুঝিবে না
দু নয়নে স্বপ্ন নিয়ে তোমায় এঁকেছি
হৃদয় দার খোলা আছে তোমার জন্য
এক বার ফিরে তাকাও দেখতে পাবে।
হায়রে আমার পুড়া মনের বাসনা!
দেখি দেখি ছোট্ট বুড়ি বড় হয়েছে
লোকের কথা আর না সহিতে পাড়িয়া
বাজান মোরে অল্প বয়সে দিছে বিয়া।
নতুন বধূ হয়ে আসলাম স্বামীর ঘরে
ফিনকি দিয়া হিম হিম পবন লাগে গায়
ঠাণ্ডায় জড় সর হয়ে আছি একা বসে
স্বামী নেই পাশে কতো কথা শুনায় লোকে।