সুখের আকাশ ছেয়ে গেছে
জামাল উদ্দিন জীবন
সুখের আকাশ ছেয়ে গেছে
দুঃখের ঘন কালো আধারে
মনরে তুই আর কত কাল
থাকবি পরে মায়ারী বন্ধনে
প্রেম প্রতি ভালোবাসা সম্বল
ছিঁড়ে ফেলো মমতার শিকল
বিশ্বাস মরে গেছে স্বার্থের কারণে
স্বপ্ন আমার দুরাশা অর্থের টানে
রক্তের বন্ধন মূল্য হীন এই ধরায়
ভুলে যাবে নাম পরিচয় মূল হারায়
জীবন বলে দিবা নিশি চলছে তাই
নশ্বর ধরায় তেলে মাথায় তেল দেয়
রচনাকাল : ১৯/০৭/২০২৩