সুখের ঠিকানা ০১
জামাল উদ্দিন জীবন
সুখের ঠিকানা হয় যদি বাড়ি
নারী সে ঠিকানা আমি চাই না
সৎ জীবনযাপন করা অপরাধ
অপবাদের অট্রালিকা দিবো না।
তোমাকে পেতে আমাকে বিসর্জন
দিয়ে তোমাকে মেনে নিতে পারি না
সত্যকে স্বমহিমায় করি উপস্হাপন
করি না মিথ্যের গর্বের বীজ রোপন।
চরিত্রবান থাকা হয় যদি অপরাধ
দুশ্চরিত্র হতে কভু পারবো না…..
মাটির ঘরে সুখ নেই খুঁজি অট্রালিকা
সম্পর্কে বিশ্বাস নেই শুধু মরিচিকা।
মনের বন্ধন যেখানে ক্ষীণ অবস্হায়
প্রাসাদের বন্ধন কিসের সুখ বিলায়
নিশ্বাসে প্রশ্বাসে রক্ত মাংসে বিষ যুক্ত
নিরাপত্তা হীন করে কেন চাও স্হায়িত্ব।