সুখের সাথেই বসত আমার
জামাল উদ্দিন জীবন
সুখের সাথেই বসত আমার
দুখের সাথে হয়েছে যে আড়ি
সাথী তোমায় নিয়ে দুজনাতে
তেপান্তরে দিয়েছি আজ পারি।
স্বপ্নের এ ঘর সুখেরই বাসর গড়ি
নেই কোন ভয় সংশয় বলতে পারি
মনে প্রাণে আল্ত আলিঙ্গনে তোমারই
সুখ শিহরণ অনুভূত হয় মনে আমারি।
জনম জনম বাঁধা কভু খোলা যাবে না
জীবন মরণের সাথী দুজন ভুলা যাবে না
এই প্রাণের স্পন্দন লেখা হৃদয়ের বন্ধন
ভুবন মাঝে সারা জীবন রবো হয়ে আপন।
তুমি ছাড়া জীবন আমার হয় এলো মেলো
ওগো প্রিয় জন কেন কর তুমি এমন বলো
হাতে হাত রেখে সুখের সমুদ্রে হারাই চলো
অনাবিল সুখ মনের ঘরে ছড়ায় রঙ্গিন আলো।
রচনা কাল : ২৮।১১।২০২১