প্রিয়ারে সবার মত করে
জামাল উদ্দিন জীবন
প্রিয়ারে সবার মত করে
আমিও চলে যাবগো দুরে
একাকী থেকো সুখের নীড়ে।।
ও প্রিয়ারে ওরে অঅমার প্রিয়ারে
তোমার মুখ ভাসে সর্বদা অন্তরে
আসব না তোমার জীবন জুড়ে
ডাকব না কভু ফিরে সুরে সুরে
শোনাতে প্রেম গীত আকুল করে।।
হৃদয় মাঝে ব্যথার ঝড় বয়ে যায়
ভেঙ্গে চুড়ি করে আমায় একা কার
কোন পথ নেই ভুল করে ফিরে আসার।।
জীবনের শত আয়োজনে সরল এই মনে
তোমাকে রেখেছি সযত্নে হৃদয় সিংহাসনে
সব স্মৃতি ভুলে বেধেছ ঘর আপন মনে।।
বুঝিনি চোখের ভাষা ছিলো শুধু ভালোবাসা
হিয়ার মাঝে দিয়ে দহন করলে শুধু সর্বনাশা
এই জীবনে করো নাগো ফিরে পাবার প্রত্যাশা।।
রচনাকাল :০১।০৩।২০২২