প্রাণ সখি এত সাধের পুষ্প বাগান
জামাল উদ্দিন জীবন
প্রাণ সখি এত সাধের পুষ্প বাগান
আজ তুই কারে দিয়েই চলে যাবি ২য়
দু নয়ন মাঝে খুঁজলে প্রিয় তারে
হৃদয় মাঝে ছবি খানা দেখতে পাবি ২য়
আসায় আসায় দিন চলে যায়
তবু থাকেরে পাবার বড় আসায় ২য়
আধার ঘেরা জীবনে দুঃখ স্বপন
সুখ নামের সোনা পাখি কোথা পাবি ২য়
সুখের সেই ক্ষণ আসিতে বাড়ন
জ্বালা যন্ত্রণা ভরা সুন্দর ত্রিভুবন ২য়
ব্যথা ভরা মন দেখে মিছে স্বপন
সুখ বিলাসী সুখ কোথায় হারাবি ২য়
এ কুল ও কুল দুকুল হারিয়ে সব কুল
এক জীবনের ভালোবাসা ছিল সবি ভুল ২য়
ফুটল না আসার মুকুল ব্যথা সয়ে নিবি
জীবন বলে নিরবে নিশিতেই জ্বল ঝরাবি ২য়
রচনা কাল : ২৩/০৯/২০২৪ রাত ২ ঘটিকা।