পোষা পাখি ০১
জামাল উদ্দিন জীবন
কতো যতনে বুকের ভিতর রেখেছি
বলে ছিলে থকবে তুমি আমার সনে
আমায় ছেড়ে যাবে না কখনও দূরে
আসলে শত বাধা বিপত্তি জীবনে ।
দূর গগনে হঠাৎ করে উড়ে গেল পাখি
রাখলো না দেওয়া কথা এই ছিল মনে
হৃদয়ের ভালোবাসা মনের যত কথা
আশা ছিল তারে নিয়ে বাধবো সুখের বাসা।
কতো আদর ভালোবাসা সবি ভুলে রয়
বনের পাখি মনের খাঁচায় পোষ মানার নয়
পৃথিবীর নিষ্ঠুর নিয়ম টাকে মেনে নিতে হয়
তুমি চাইলে জগৎ টাকে দিতাম হাতে তুলে ।
রাখলে না আমায় তোমার সঙ্গী করে
বুকের তাজা রক্ত দিয়ে নামটা লিখা
ছিলে তুমি শক্ত দিয়ে গেলে তিক্ততা
আমার বেলায় দুঃখ ব্যথা উপহার মনে।