পাই না খুঁজে তালাশ করে
জামাল উদ্দিন জীবন
পাই না খুঁজে তালাশ করে
কোথায় আছ লুকাইয়া গো
তোমার স্মৃতি হৃদয় মাঝে
ওগো সদয় উঠে জাগিয়া
তোর বিরহে জ্বলে অনল ঘুশিয় ঘুশিয়
নিষ্ঠুর পাষাণ বন্ধু কেন গেলি ছাড়িয়া রে
আমার মাঝে নেই তা আমি
গেছি তোমাতে মিশিয়া ওগো
সরল মনে ব্যথা দিয়া বেইমান
কেন গেলে কাঁদাইয়া তুমি
মন প্রাণ দিছি উজাড় করিয়া
ভালোবেসে গেছে দাগা দিয়া
স্বপ্ন ঘেরা আলোর ভুবন বন্ধু
আমার আধারে গেছে ডাকিয়া
হৃদয়ে হয় অবিরত রক্ত ক্ষরণ
ভুল করেও কভু করো না স্মরণ
জীবন বলে হাসিতে করিও বরণ
আসবে যখন দেখবে হয়েছে মরণ
জামাল উদ্দিন জীবন
রচনাকাল: ২৮/৮/২০২২