ও আমার জান পাখিরে
জামাল উদ্দিন জীবন
ওরে মন পাখিরে কত নামে
তোরে আমি ডাকি দমে দমে
কার আকাশে লুকাইতো
তুই সুন্দর এই না ভুবনে।
ও আমার জান পাখিরে
ও আমার প্রাণ পাখিরে
মনের ঘরে ছিলি এক জন
এক জনমে করেছি আপন
হাজার জনম চাইবো আমি
থাকতে বন্ধু তোমার স্মরণে।
হৃদয় মন্দিরে আছো যতনে
ভুল বুঝে দুরে থাক কেমনে
তোমার ছবি আঁকা দুটি নয়নে
তুমি ছাড়া অন্য কেউ নেই জীবনে।
বিরহের অনলে সোনার অঙ্গ হলো ছাই
আর কত পুড়াইবি বন্ধু পোড়ার বাকি নাই
তোর মন পোড়া অনলে আর বেশি পোড়ালে
অবশেষে দেখবি এসে জীবন ভবেতে নাই।