ও রহিম রহমান আমরা মানুষ
জামাল উদ্দিন জীবন
ও রহিম রহমান আমরা মানুষ
বেচে আছি এতো করুণার দান
মোরা দিন রজনী গাইব গুনো গান
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাও প্রাণ।
মালিক ওগো তুমি হও দয়ারী সিন্ধু
তোমার সৃস্টিরে দয়া কর এক বিন্দু
তুমি বিনে নাই বান্ধব ধরণীর বুকে
নত শিরে আমরা ডাকি তোমাকে।
মানিব তোমার হুকুম ও আহ কাম
আমরা চলিব তোমার ইচ্ছে মতন
করিয়া সন্ধি বান্দা আসিল এ ধরায়
মানে না হুকুম পড়িয়া নানা ধান্দায়।
জীবন বলে চলছে গাড়ী হাওয়ার উপরে
মন মহাজন চালায় গাড়ী আপন ইচ্ছাতে
লাইন ছাড়া চললে গাড়ি পরবে সংকোটে
ব্রেক নিজের হাতে বসায় দিছে স্টারিংয়ে।