ও যতন করে ঘর বাধিলাম
জামাল উদ্দিন জীবন

ও যতন করে ঘর বাধিলাম  
বন্ধুরে  এই বুকের মাজারে                                                                          
থাকবো দু,জন সুখে দুখে
সুন্দর এই জগতের উপরে।

তুমি আমি ছিলাম দুজনার
হৃদয়ের কথা মনে অভিসার
আমার স্বপ্ন ভরা যুগল আঁখি
কত শত স্বপ্ন দেখি দিবা রাতি।

তোমাকে ভালো বাসাই ছিল ভুল
বুঝিনি ছিলে তুমি রঙ করা পুতুল
দিতে গিয়ে জীবনের প্রেমের বকুল
চারি দিকে আধার ঘেরা সব মুকুল।

হৃদয় পাঁজর ভাং লে নিষ্ঠুরের মত
অন্তরে চিতার অনল বয়ে যায় ক্ষত
আমায় জালা দিয়ে আর পুড়াইবি কত
সুখ বাসরে আছ সাথী মনেরই মত।

স্বপ্ন ঘেরা ঘরটি পরে আছে নদীর পারে
না পাওয়া বেদনা হা হা কার কেঁদে মরে
ঠিকানা হল আমার অন্ধকার মাটির ঘরে
কবি জীবন বলে জনম ভরে থাকি পর পারে।