নীল ধ্রব তারা ০১
জামাল উদ্দিন জীবন
আমার আকাশে একটাই
নীল ধ্রুব তারা হচ্ছে সে
যাকে অনেক ভালোবাসি
একাই বাসর সাজাই আমি।
তার বিরহে আঁধার ভুবন
চাঁদের আলো ঝলমল করে
বাসা করেঅমানিশা অন্ধকার
আজ তার বুকে বেদনার চর।
নৌকা চলে না নদীতে স্রোত
হীন মন্থর জীবনের গতি পথ
ভরা রাত্রি যাপন করে একাই
দুচোখের নোনা জ্বলে এখন।
বুকটা ভেসে একাকার
সুখের স্বপ্ন দেখাটা ভুল
তোমার ছবি মনে আঁকা
হৃদয়ে তুলতে পারি না।