না যাইয়ো না যাইয়ো আমারে ছাড়িয়া
জামাল উদ্দিন জীবন
না যাইয়ো না যাইয়ো আমারে ছাড়িয়া
প্রেমে পাগল মন না পাইলে যাব মরিয়া।।
বন্ধু তোমায় জেনেছি আমার আপন জন
তুমি ছাড়া বিষাদ লাগে সুন্দর এ ভুবন।।
হৃদ মন্দিরে যত্নে আঁকা প্রাণ বন্ধুর ছবি
দিবা নিশি এই অন্তরে তোমাকেই খুঁজি।।
আলোর জগত আধারে ঘেরা দুঃখ সাথী
কেমন করে সুখের বাসার গড়েছ একাকী।।
স্বযত্নে গাঁথলাম মালা আমি পড়াব গলায়
অপেক্ষার প্রহর গুনছি বসে দীর্ঘ প্রতীক্ষায়।।
ও অন্তর আত্মা কেঁদে মরে পেতে আজীবন
কবি জীবন বলে না পাইলে বন্ধুুরে হবে মরণ।।
রচনা কাল ২৭/০১/২০২৪