মুর্শিদ বিনে বান্ধব নাই
জামাল উদ্দিন জীবন
তুমি কোন দোষ পাইয়া গেছ দয়াল
আমারে ভুলিয়া ও আমারে ছাড়িয়া ২য়
কোথায় আছি কেমন আছি মুর্শিদ
এক বার দেখলানা আসিয়া দয়াল রে ২য়
আজ আমার বন্ধু বান্ধব কেহই নাই
আপন স্বজন কোথায় পাই মুর্শিদ ২য়
তুমি বিনে আপন বান্ধব জগতে মাঝে
আমার কেহ নাই কেহ নাই দয়াল রে ২য়
পরিয়া ঘোর বিপদে ডাকি নত শিরে
অকুলের কুল তুমি অগিতর হও গতি ২য়
আমার পূজা প্রেম ভক্তি গ্রহণ করে
দয়াল দাও চিনবার শক্তি জ্ঞান সুমতি ২য়
সর্ব দোষের দুষি আমি ও মুর্শিদের
সকল জান তুমি ভবে না দেখি উপায় ২য়
রাখ মার সবি পার কর তোমার মনে লয়
জীবনের বড় আসা নিয়ো তোমার নৌকায় ২য়
রচনা কাল ০৪/০৯/২০২৪