মন পাখি
জামাল উদ্দিন জীবন
মন পাখি তোরে দিলাম মুক্ত করে।
যা চলে তুই অনেক দুরে
জগৎ টাকে দেখ না এবার
নিজের মত আপন করে।
বড় বেশি ক্লান্ত হলে
অসিস আবার নীড়ে ফিরে,
আপন হাতে পরিয়ে দিব
নিজের বসন যতন করে।
বুঝবি তখন আমার মতন
কেউ না ভালোবাসে তোরে।
মন পাখি তুই আমায় ছেড়ে
যাবি বল কোন সুদুরে?
আমার কথা পড়লে মনে
দেখবি আছি হৃদয় জুড়ে।
তোরে যে ভালোবাসে
তারে রাখিস যতন করে।
হিয়ার মাঝে তার বসতি
বুঝে না তা সকল জনে।
জ্বালাতন আর করবি কতো?
আর যাবো না ভুল পথে।
বুঝে গেছি তোর খেলাটা
আমায় এখন শক্ত করে।
রাখতে হবে নিজেকে আজ
আমার আপন মুঠোর পরে।
আঁখি যুগল ভিজে গেলেও
ফিরবো না আর তোড়ী নীড়ে
আমার আলয় বসেছে নতুন চাঁদ
আলো জল মল করে সারাটি বিশ্ব জুড়ে।
তুই কী তা দেখিস নারে?
আর কতকাল থাকবি বেভুল হয়ে।
নিজের সুখের চাবি অন্যের হাতে দিয়ে।
সুখ কি পাওয়া যায়?
নিজের মনের মতন করে।
মন পাখি এবার আয় ফিরে আয়
আমার আলয় দেখবি তোর
সুখের ঠিকানা এটাই ।
যাকে ছেড়ে গেছিস তুই ভুল করে।
রচনা কাল : ২২.০৮.২০২০