মরু ভূমি এই জীবনটারে বন্ধু
জামাল উদ্দিন জীবন
মরু ভূমি এই জীবনটারে বন্ধু
নেইতো কোন আলোর বাহার ২য়
ওরে আসার প্রদীপ নিভে গেছে
আমার চারি দিকে ঘোর অন্ধকার ২য়
ভালোবেসে যারে ভেবেছি আলো
সে অন্তরে দুঃখ দিয়ে দুরে হারালো ২য়
ভাবিনি কখনও হবে এতটা স্বার্থপর
আমি ভাবি আপন তুমি করলে পর ২য়
সুখের বাসর ঘেরা বিষাদের ছায়া
পাষানীর মনে নেইকো কোন মায়া ২য়
হৃদয় ভাঙ্গার শব্দ নেই ফুটে না কেয়া
পার ঘাটাতে বসে আছে চেনা খেয়া ২য়
ভেঙ্গে গেছে স্বপ্ন ঘেরা বাসর বালু চর
জীবন জুড়ে রইল আজ শুধু হাহা কার ২য়
হৃদয় মাঝে দীর্ঘশ্বাস উঠছে বারে বার
জীবন বলে নিষ্ঠুর দিলে ব্যথা উপহার ২য়
রচনাকাল : ০৩/১২/২০২৩