মানুষরে সাধের যৌবন কাল
জামাল উদ্দিন জীবন
মানুষরে সাধের যৌবন কাল
তোমার থাকবে না চিরকাল ২য়
সুন্দর চামড়ায় ভাজ পরিবে
চার লাঠিতে দিন পার করিবে ২য়
ভবের রং তামাশায় মজিয়া
গোনার দিন যায় শেষ হইয়া ২য়
কলি কালের মায়ায় রই ডুবে
হায় ভোল মন মন রে আমার ২য়
পরিয়া ছয়টি রিপুর কুমন্ত্রণায়
হেলায় ফেলায় দিন কেটে যায় ২য়
ভুলে গেছ কে পাঠাইল তোমায় ২য়
সময় থাকতে খুঁজে লও না তারে
তোমার এত সুন্দর দেহের ঘর
যতনে বানাইল কোন কারি গর ২য়
দমের মেশিন দিলো নিরা কারে
ও মেশিন টিক টিক চলে ভিতরে ২য়
মুদিলে দুটি নয়ন আধার সুন্দর ভুবন
কবি জীবন ভেবে বলে দেখ চিন্তা করে ২য়
মানব জনম দিয়া কে পাঠালো তোমারে
দেহ ঘরের বড়াই করো দুনিয়ার উপরে ২য়
রচনা কাল : ১৯/৮/২০২৪