কি সুন্দর বানাইলারে ঘর
- জামাল উদ্দিন জীবন
কি সুন্দর বানাইলারে ঘর
থাকবে নাকি জীবন ভর
আদর যতন ভালোবাসা তার ভিতর
মানুষ একটা আজব গাড়ি দুনিয়ার উপর
আমার আমার করছো সবে
মানুষ কিছুইতো তোমার না
ঘরের মালিক কোথায় আছে
খবর জানো নারে খবর রাখ না
মুদিলে তোর দুটি আঁখি
হবে মাটির বিছা নারে হবে
ধন সম্পদ টাকা কড়ি
সঙ্গে কারো যাবে না
আমৃত্যু ছেড়ে নেও না মালিকের খবর
মাটির ঘরে হবে তোমার বসত বাড়ি ঘর
মাটির দেহ মাটির ঘরে যাবে মিশিয়া
জীবন বলে ঘরের মালিক উঠবে কাঁদিয়া
রচনা কাল: ২৫.০৭.২০২১
ছন্দ: স্বরবৃত্ত
কণ্ঠশিল্পী: জামাল উদ্দিন জীবন, সুরকার: গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন, প্রথম সম্প্রচার: বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে।