কি ঘর বানাইছ মানুষ যতনে
জামাল উদ্দিন জীবন
কি ঘর বানাইছ মানুষ যতনে
হাওয়ার দমে শূন্যের উপরে ২য়
এক দিন তোমার যাইতে হবে
দেখ চিন্তা করে ভোলা মন দেখ ২য়
কেন তুমি ঘরের বেশ বড়াই করো
মালিকের খবর কি বলতে পারো ২য়
আমি ভুবন মাঝে খুঁজলাম কতই
জীবন জুড়ে প্রভুর দেখা না পাই ২য়
দেহ ঘরে জং ধরেছে খবর রাখনি
মাটির ঘরে বিছানা সকলেই জানি ২য়
আমার বলি সবাই কিছুই আমার না
ও রং মহলে ঘেরা সাধের বালা খানা ২য়
অচিন দেশের পাখি আয়রে ফিরে আয়
আপন করেগো রাখব ঘরে পরম মমতায় ২য়
পাখি বলে ঘর ছেড়ে শূন্যে দিয়েছি উড়াল
জীবন বলে মাটির ঘরে থাকবে চিরকাল ২য়
রচনাকাল :০৩/১১/২০২৩