যে ফুলে হয় না মালা
জামাল ইদ্দন জীবন
যে ফুলে হয় না মালা
সে ফুল তুমি দিয়েছো
ও ব্যথা দিয়ে জীবনে
কি সুখ খুঁজে পেয়েছে।
ফুলে ফুলে সাজিয়েছ
সাধের মিলন বাসর ঘর
সুখ হারিয়ে নীরবে তুমি
দুঃখ নিয়ে করো হাহাকার।
চোখের জলে মালা গেঁথে
যতনে আজ গলায় পরেছ
চির চেনা সাথী কে ভুলে
দূর তেপান্তর হারিয়েছ।
ললাটের লিখন যায় না খণ্ডন
লিখেছে ওগো ভাগ্য বিধাতা
সব হারিয়ে বেঁচে আছ নিয়ে
তুমি এক হ্রাস মৌন নীরবতা।
হাজার ফুলের সৌরভ মৌ বনে
এসেছে বসন্ত দেখ নব গগনে
সাজানো ভূবন শত আয়োজনে
সুখের পরশ মাখা আছে জীবনে।