গীতি কবিতা হৃদয় মন্দিরে বাজেরে বাজে
জামাল উদ্দিন জীবন
হৃদয় মন্দিরে বাজেরে বাজে
তার নামটি মধুর সুরে সুরে ২য়
অভিমান করে প্রিয়া আমার
আজ পরেই আছে বহু দুরে।২য়
মরমে মরেছি প্রেমেতে
তুমি হীনা এই নিশি রাতে ২য়
ভুল করে অভিযোগের সুরে
মনের ঘরে নিও আপন করে২য়
আঁখিতে স্বপ্ন দোলা দিয়ে যায়
চির সাথী দুজনে হারাবার নয়।২য়
মনেরই মন্দিরে কত যত্ন করে
রেখেছি ওগো বুকের মাঝে ধরে২য়
ভুলিয়া না যাও হৃদয়ে ব্যথা দাও
দরদিয়া ধরায় রাখ অমর করিয়া।২য়
বাদলের ধারা রয় শন শন বায়ু বয়
আসিতে দেরি মনেতে জাগে সংশয় ২য়
কি জানি কি হয় ওগো মনে জাগে ভয়
আজ নিশিতে বারংবার ও প্রিয়া আমার।২য়
রচনাকাল : ০৩/১০/২০২২