গীতি কবিতা মানুষ দিন দিন যে আয়ু হীন
জামালা উদ্দিন জীবন

মানুষ দিন দিন যে আয়ু হীন
থাকিলে জগতে বাড়িবে ঋণ
পলকে যাবে সকল ফুরাইয়া
কিসের বাহাদুরি জগত ভরিয়া।

পুলকে পুলকে ভুলকে ভুলকে
কত রঙের খুলছো খেলা বসে
ভাব একবার খেলার সাথী আপনার  
যাবার কালে কেউ হবে না তোমার।

রঙে আইলা গেলা খেলছ রঙের খেলা
ভেবে দেখ কে ভাসাইবে নামের ভেলা
বেলা গেল সন্ধ্যা হলো একলা এসে ঘাটে
অবেলাতে ধরলাম পারি ভবের এই না হাটে।

বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল রে কত
ভেবেছে ছিলে তুমি সবার মনের মত
কবি জীবনে কয় স্বার্থ ময় জগত সংসার
ছেরে গেলে প্রাণ পাখি সবাই ভুলে যায়।
রচনাকাল :০৬।০৩।২০২২১২