গীতি কবিতা জীবন আমার ভাংগা নৌকা
জামাল উদ্দিন জীবন
জীবন আমার ভাংগা নৌকা
ওরে ছেড়া নৌকার পালিরে
সুখ পাখি তুই উড়াল দিয়ে
কোন বনে লুকাইলি রে পাখি
অভাগার জীবন হইলো বন্ধুরে
জগতে দুখের একটা ডালি ২য়
একুল ছেড়ে ওকুল যাই সুখেরই লাগিয়া
সুখ বসন্ত উড়ে গেছে মোরে ফাঁকি দিয়া
সারা জীবন সাথী আমার দুঃখ দরদিয়া
বিধি তুই এই মোর কপালে লেইখা ছিলিরে
কোথায় গেলে সুখ পাব খুঁজিয়া বেড়াই রে
আপন জনা পর হয়েছে জগতে কেহ নাই
সুখের লাগি কান্দি কান্দি আঁধার দেখি চোখে
জীবন অমার শেষ হইবে দেখি নিরাসারো বাঁকে
স্বপ্ন আসা মরে গেছে ব্যথায় ভরা বুকরে অমার
এই জীবনে পেলাম নারে আমি একটু বিন্দু সুখ
দুঃখে ভরা জীবন সংসার সুখের লাগি হাহাকার
কবি জীবন বলে মন চিনলে না আপন কে তোমার
গীতিকার ও সুরকার জামাল উদ্দিন জীবন
রচনাকা :২৮।০৬।২০২২