কি খেলা খেলেছ তুমি
ভবের এই না বাজারে
কি মেলা মিলাইছ তুমি
ভবের এই না সংসারে

নিরাকারে খেলছে খেলারে
আমার ওগো মালিক সাই
আমার কর্ম দোষে হারাই সবি
বলো না মুক্তির কি উপায় গো

মজে থেকে ভবের মায়ায় এ এ
আমি ভুলে আছি গো তোমারে
মোহ মায়া রঙ্গ খানায় রয়েছি ডুবে
ফুরাইল গোনার দিন রং বাজারে

দু,চোখে আঁধার দেখি এখন বৃদ্ধ কাল
যৌবনে বিপথে গিয়ে রে হয়েছি জঞ্জাল
ভয়ে কাঁপে অন্তর নাই কোন বান্ধব মোর
জীবনের ভরসা ঐ মাওলা পারের কাণ্ডার

গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল ২৯। ০৯।২০২১