গীতি কবিতা ৬১ দেখি ধন সম্পদের পাহাড় গড়ো
জামাল উদ্দিন জীবন
দেখি ধন সম্পদের পাহাড় গড়ো
বলো সঙ্গেনি কিছুই নিতে পারো
সকলি থাকবে পরে জগতের উপর
ওরে কিসের বাহাদুরি দুনিয়ার ভিতরে
আমি কেমনে দিবে ভবো সাগর পরি দেখ চিন্তা করি
ভোলা মন ওরে ভোলা মন মন লোভি মন রে আমার
আমার অসৎ পথে আসলো টাকা কড়ি
এখন সুন্দর নারী বাড়ি গাড়ি দালান গড়ি
সত্য কাজের ধার ধারি না সৎ পথে চলে না
হারাম টাকায় চলছে বেশ রঙিন জমিদারি
আত্মীয় স্বজন পরিবারে আদর একটু বেশি করে
থাকলে তোমার গরম টাকার বাহাদুরি ভাইরে ভাই
জগতের এই মোহ মায়ায় ভুলে আছি সব কিছু হায়
ভেবে কবি জীবনে বলে যেতে হবে সব কিছু ছাড়ি
আমি কেমনে দিবে ভবো সাগর পরি দেখ চিন্তা করি
ভোলা মন ওরে ভোলা মন মন লোভি মন রে আমার
গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ২৭.০৭.২০২১