গীতি কবিতা ৫৮ আমার দেহ ঘরে মাটির খাঁচায়
জামাল উদ্দিন জীবন
আমার দেহ ঘরে মাটির খাঁচায়
পুষলাম এক অচিন পাখি
আমার খায় আমার পরে অন্যের লাগি ঝগড়া করে
উড়ে যাতে চায় দূর গগনে দিয়ে আমায় মিছে ফাঁকি
প্রেম করিয়া পাখির সনে সুখ হইলো না এই জীবনে
জ্বলে ভেজা যুগল আঁখি এখন চারিদিকে আঁধার দেখি
অচিন পাখি রে ওরে আমার পোষা পাখি রে ওরে পাখি
আসার আলোর প্রদীপ জ্বলে পথ পানে চেয়ে থাকি
ভুল করে আসলে ফিরে বলিস তোরা পাখির ধারে
লেখক জীবন গেছে চলে কবি জীবন গেছে চলে
ভবে আর হবে না মাখা মাখি।
গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ১৫।০৮।২০২০