এসেছে বসন্ত ফুটেছে হাজারো ফুল
ভালোবাসা দিয়ে করেছি আপন জন
হৃদয়ের পাতায় যতনে লিখেছি নাম
তোমাকে চিনে নিতে করি নিতো ভুল
সাথীরে কেন থাক তুমি দূরে দূরে
প্রিয়ারে কেন থাক তুমি দূরে দূরে
জীবন খাতায় তুমি আছো শুধুই আমারি
তোমাকে ছাড়া স্বপ্ন দেখার নেই অধিকার
শত আসা ভালোবাসা তোমাকে ঘিরে জগতে
গড়বো সুখের বাসর কখনও নয়তো হারাবার
সুখের পরশ দোলা দেয় অনুভবে হৃদয়ে জাগে
মান অভিমান ভুলে কাছে এসো তুমি অনুরাগে
স্মৃতির প্রহেলিকায় আজো খুঁজে বেড়ায় সেই মুখ
স্পর্শে অন্তর মাঝে সুখ শিহরন হয় আত্ম ভোলায়
গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
০৪. ০৮.২০২১ সকাল ১১ ঘটিকা