গীতি কবিতা ১০ নুর নবীজি সোনার ছবি

নুর নবীজি সোনার ছবি হৃদ কমলে ঠাই
দেখলে সবে পাগল হবি তার তুলনা নাই ২য়
এমন মানব জগতে আর হবে না ভাই
যে নবীকে নিজে মাবুদ সালাম জানায় ২য়

সৃষ্টির শুরুতে আল্লাহ করিলেন সৃজন
সবার শেষে পাঠাইলেন করে আয়োজন ২য়
রাহমাতুল্লিল আলামিন সর্ব কালের সেরা
বড় ভাগ্যবান নবীর উম্মত হয়েছি আমরা ২য়

সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠালেন রাব্বানা
নবী বিনে আপন বান্ধব পরপারে কেহ হবে না ২য়
কঠিন হাশরের কাঁদবে সবে বলি নাবছি নাবছি
মায়ার নবী কাঁদবে তখন ইয়া হাবলি উম্মাতি ২য়

কিসের আসায় কার ভরসায় রইছে মানুষ ঘুমে
সময় থাকতে নূর নবীকে নেওগো মানুষ চিনে  ২য়
কবি জীবন বলে সময় গেলে পাবে না কভু ফিরে
ভেবে দেখ বিচারে কে তরাইবে পাপী উম্মতেরে ২য়

গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল ১৪.১০.২০২০ ১০ টা ২৫ মিনি