গীতি কবিতা ০৬ অভিমানী ভালোবাসা
জামাল উদ্দিন জীবন
অনেক কথা মনেতে জমা
হয়নি তোমাকে কিছু বলা ২য়
দু,আঁখিতে যত্নে স্বপ্ন আঁকা
হয়নি কভু তোমাকে দেখা ২য়
অভিমানী ভালোবাসা
আমার অভিমানী ভালোবাসা ২য়
হৃদয়ের গহীনে রেখেছি তোমাকে
কখনও বুঝতে পারিনি আমাকে ২য়
এক হ্রাস মৌন নীরবতা ঘিরে আছে
অঝর নয়নে ঝরে পরে সব কবিতা ২য়
অভিযোগ করে দুরে সরে গেলে….
বলে গেলে না হীয়ায় জমা কি ব্যথা ২য়
একলা পথে হেটে ক্লান্ত সারা দিন মান
পাবে কি ফিরে হারানো প্রিয়ারি দেখা ২য়
অভিমানী ভালোবাসা
আমার অভিমানী ভালোবাসা ২য়
রচনা কাল : ১৮.০২.২০২০