গীতি কবিতা ৫৪ বাসি বাজেরে বাসি বাজেরে
জামাল উদ্দিন জীবন
বাসি বাজেরে বাসি বাজেরে
কি নাম ধরিয়া বাসি বাজেরে
আমি বাসির সুরে হই উদাসী
এখন বাহির পানে ছুটে আসি
বাসির সুরে কেন এত মধু
বাসি আমায় করিল যাদু
পান করিয়া সুরের সুধা
মিটে যায়রে সকল ক্ষুধা
বাসি বাজায় কামলি ওয়ালা
নূর মোহাম্মদ সাল্লিওয়ালা
ঐ নামেতে পরি গলায় মালা
জগত বাসি হয় উজলা বাসির সুরে
বাজে বাসি মদিনাতে
বিশ্ববাসী প্রেমে মাতে
জীবন বলে দেখা দিও মোনাজাতে
নিদান কালে পুলসিরাত আখিরাতে