ফেলে আসা অতীত স্মৃতি
মনের আকাশ বেদনার
নীল রঙ আজ করছে খেলা
মিষ্টি রৌদ্র করে না লুকোচুরি
এবার আঁখি জলে বৃষ্টি হবে।
মনের মেঘগুলো ভেসে বেড়ায়
বুকের জমিনে পরে না পলি
ফুটেছে নানা বর্ণের ফুলকলি
আসে না ভোমর অলিকুল।
মধু সংগ্রহে হয় না ব্যকুল
আমি বলছি অতীত স্মৃতিকথা
বড় বেশি মনে পড়ে ফেলে আসা
দিনগুলি মধুর স্মৃতি বিজড়িত।
শাপলা শালুক ঢ্যাপ কুড়াতাম
নদীর বুকে হারিয়ে মাছ ধরা
ডাহুক পানকৌড়ি বালিহাঁসের
মাতামাতিতে আমার ছুটে চলা।