দুজনার সাথী
জামাল উদ্দিন জীবন
তিমির রজনী অন্ধকারে ঢাকা চারি পাশ
আকাশ ছেদিয়া ঝাড়ছে অবিরাম বৃষ্টির ধারা
মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো বিকট আওয়াজ
ভয়ে কাপে মোর হিয়া হয়ে আছি দিশা হারা।
বার বার তোমার হাতটি ধরে বুকের মাঝে করি
সাহস সঞ্চার নতুন উদ্যমে গতি নিয়ে পথ চলার
থাকলে প্রিয় সাথে মোর মরণে কিসের ভয়
মৃত্যুঞ্জয় আমি সব অবস্থাতেই অবিচল রয়।
তোমায় চেয়ে তোমায় পেয়েছি জীবন জুড়ে
কত শত সুখ ভিড় করে মোর আনন্দের নীড়ে
তোমার মাঝে বিলীন হবো আশা রাখি অন্তরে
তুমি আমার সারাটি জীবন থেকো বাহু ডোরে।
দু,নয়নে স্বপ্ন মনেতে আশা বিশ্বাসে ভালোবাসা
যত্নে রেখো হিয়ার মাঝে গড়ে প্রেমের বসতি
মোরা আর জনমে হবো দুজন দুজনার সাথী
স্বপ্ন ঘেরা জীবনে চারি পাশে তোমার ছবি দেখি।