দেওয়া ০২
জামাল উদ্দিন জীবন
বৃষ্টি এক নিঃশব্দ দিগন্ত ঝরঝর করে ঝরে পরে
নরম ভালোবাসা আর আদর বুলায় ধরণির বুকে
চাতকের মত চেয়ে থাকি তোমারই প্রতীক্ষায়
সারা বেলা আপন জন ঘাটে কখন হবে আগমন।
ঝরঝর নির্ঝরিণী মন চায় আজ হাতে হাত ধরি
ঘুরে বেড়াব তোমায় আমাদের চেনা কেয়া বাগান
বর্ষার শ্রাবণের মেঘ দল বেঁধে আকাশে উড়ে বেড়ায়
জমাট বাঁধা কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে গায়ে।
আমার মনের বেদনা হৃদয়ের যন্ত্রণার প্রতিধ্বনি
কান্না হয়ে ঝরে বৃষ্টির জমিনে তে দেখি বারে বার
ফসলের মাঠ চৌচির হয়ে আছে খাঁ খাঁ করে হেথা
বৃষ্টির বন্যায় তলিয়ে গেছে কুল ফুটবে নতুন ফুল।
ফসলের খেতে হয়ে আছে জ্বলে ভর ভর
আকাশ জুড়ে কালো মেঘ ঘনিয়েছে আধার
খাল বিল নদী টইটম্বুর হয়ে আছে পানিতে
কোলা ব্যাঙ গুলো ডাকে গ্যাংগর গ্যাং।
দুষ্ট ছেলের দল দস্যিপনায় উঠে মেতে
ফিরে যাব মোর হারানো ছেলে বেলাতে
বৃষ্টি চাই গো বৃষ্টি গগন ঝড়ে ধরণী ময়
ধুয়ে মুছে যাক পৃথিবীর সব অকল্যাণ।
বৃষ্টি চাই গো বৃষ্টি করব নতুনের সমারোহ সৃষ্টি
এ বৃষ্টিতে সৃষ্টি হবে কবিতা,গান,কাব্য,কত কি?
মহা প্রলয়ের সৃষ্টি বৃষ্টি চাই গো বৃষ্টি বৃষ্টি চাই
দেওয়া ফিরে যাও আকাশ পানে আপন মনে।
নব আনন্দ হৃদয় মাঝে বাধি এবার নতুন সুরে গান
সজীবতা ভরে যায় দুঃখরা রাঙিয়ে দিব সকল মন প্রাণ
ভালোবাসার বৃষ্টিতে নব যুগের সৃষ্টিতে প্রিয়ার আহবান
প্রেমের পরশে সারটি বিশ্ব ঘুরবো দুজন এক সাথে।
সাথী সাজাবো জীবন কত আয়োজন মনের মনিকোঠায় রয়
নতুনের সমারোহ ভরে উঠুক সকলের জীবন এটাই প্রত্যাশা
বৃষ্টি চাই গো বৃষ্টি ধুয়ে মুছে যাক সব গ্লানি আসুক নব বারতা
দেওয়া আবার আসিও ফিরে কল্যাণ কর হয়ে মোদের ভুবনে।