বন্ধুর প্রেম অনলে পুড়ি বলে
জামাল উদ্দিন জীবন

বন্ধুর প্রেম অনলে পুড়ি বলে
আমায় পোড়াও তুমি অবিরত ।।
দিবা নিশি আর কত জালাবি
আগুন নিভে নারে অন্তরে ক্ষত ।।

যন্ত্রণার অনলে কলিজা অঙ্গার
হৃদয় জুড়ে আজ ব্যথার পাহাড় ।।
গলে কলঙ্কের মালা মন্দই সার
নিষ্ঠুর এ কেমন তোমার ব্যবহার ।।

বন্ধুর সনে প্রেম করিয়া হয়নিরে সুখ
আমার দুখের জীবন ব্যথায় ভরা বুক ।।
বেশি দিন বাঁচব না হল পিরিতির অসুখ
জীবন বলে মহা রোগের নেই কোন ঔষধ ।।
রচনা কাল : ০৬। ০২/২০২৪