আজি ঝড় ঝড় বাদল দিনে
জামাল উদ্দিন জীবন
আজি ঝড় ঝড় বাদল দিনে
মনটা পড়ে রয় বন্ধুয়ার সনে ২য়
কত স্মৃতি দোলা দিয়ে যায়
বারে বারে মোর হিয়ার পানে ২য়
কেওড়া বনের পাখির কলতান
ও শুনিয়েছি গীত ভরে মন প্রাণ ২য়
হৃদয় আনচান করে বাসির সুরে
প্রাণের প্রিয়া থেকো না তুমি দূরে ২য়
সখি কুসুম কলিরা দেখ গন্ধ ছড়ায়
বাতায়নে মনটা আজ হবে বিনিময় ২য়
চোখের অলক্ষ্যে সে লুকালো কোথায়
সারা নিশি ধরে আমি খুঁজেছি তোমায় ২য়
রচনা কাল : ০৪/০৭/২০২৪