আয় কে জাবি আয়না মহল ঘরে
জামাল উদ্দিন জীবন
আয় কে জাবি আয়না মহল ঘরে
ঘরের বাহিরে রঙ ঝল মল করে ২য়
ভিতরে কোন জনা বসত করে
চাবি নিয়ে আছে দেখি না তারে ২য়
নয় দরজা খুলা একে খিল মারে
সারা জীবন খূজেও পাই না তারে ২য়
দিবা নিশি তালাশ করি এ সংসারে
কোথায় গেলে পাব বল না আমারে ২য়
রঙ হলে আলো নেই শুধু অন্ধকার
ওরে যাওয়া আসা খেলার কার বার ২য়
বান্ধব আমার কর্ম দোষে হারাই তারে
কবি জীবন বলে নিয়ে যেও ভব পারে ২য়
রচনা কাল : ২৬/০৮/২০২৪