আর কত ঘুমাইবে মানুষ
জামাল উদ্দিন জীবন
আর কত ঘুমাইবে মানুষ
সামনে দেখ কাল সমন ২য়
হাসি ঠাট্টায় রঙ তামশায়
ফুরাইলো মানব জনম ও ২য়
এই দুনিয়া রঙের বাজার
কিছুই বুঝলে নারে মানুষ ২য়
নকল হাতে বেঁচে গেলে তুমি
অমূল্য ধন আসল সোনা ২য়
মন মহাজন করে আয়োজন
ওরে দেখতে বড়ই চমৎকার ২য়
তোর কখন জানি বাজবে ঘণ্টা
করবে হায় হুতাশ আর হাহাকার ২য়
অমূল্য ধন আর মানিক রতন
হেলায় হেলায় গেছো হারাইয়া ২য়
মহাজনের হিসাব দিবে দাঁড়াইয়া
জীবন বলে সেই কথা আছ ভুলিয়া ২য়
রচনা কাল : ২২/১২/২০২২